ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কোরিয়ান পপ তারকা সুল্লির মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
কোরিয়ান পপ তারকা সুল্লির মরদেহ উদ্ধার

দক্ষিণ কোরিয়ার পপ তারকা ও অভিনেত্রী সুল্লিকে তার বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার ব্যবস্থাপক জানিয়েছেন, তিনি হতাশায় ভুগছিলেন। তিনি আত্মহত্যা করেছেন কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে কে-পপ তারকা সুল্লির ঘরে তার মরদেহ দেখে তার ব্যবস্থাপক পুলিশকে খবর দেন। প্রাথমিকভাবে পুলিশ কোন অপরাধমূলক কাণ্ডের ইঙ্গিত পায়নি বা সুইসাইড নোটও পায়নি।

কোরিয়ান অভিনেত্রী সুল্লির প্রকৃত নাম চই জিন-রি। তার বয়স হয়েছিল মাত্র ২৫ বছর।  

একজন শিশুশিল্পী হিসেবে ২০০৫ সালে তিনি অভিনয় জগতে অভিষেক করেন। তবে কে-পপ প্রমিলা ব্যান্ডদল এফ(এক্স)-এ যোগদান করার পর তিনি সর্বাধিক জনপ্রিয় হয়ে ওঠেন।

ছবি: প্রমিলা ব্যান্ডদল ‘এফ(এক্স)’র পরিবেশনায় সুল্লি

অভিনেত্রী হিসেবে সুল্লির প্রধান একটি কাজ ছিল জনপ্রিয় সিরিজ ‘টু দ্য বিউটিফুল ইউ’ (২০১২)। সম্প্রতি ফ্যান্টাসি টিভি ড্রামা ‘হোটেল ডেল লুনা’র শুট শেষ করেছেন তিনি। এছাড়া নেটফ্লিক্সের আসন্ন অ্যান্থলজি সিরিজ ‘পারসোনা’তে কাজ করার কথা ছিল তার।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।