ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘হৃদয় জুড়ে’ সিনেমার সাউন্ড ডিজাইনের দায়িত্বে প্রবাসী রুবেল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
‘হৃদয় জুড়ে’ সিনেমার সাউন্ড ডিজাইনের দায়িত্বে প্রবাসী রুবেল প্রিয়াঙ্কা-নিরব-রুবেল

নিরব ও কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে ‘হৃদয় জুড়ে’ নামের সিনেমা নির্মাণ করেন রফিক শিকদার। এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে।

‘হৃদয় জুড়ে’তে থাকছে বেশ কয়েকটি গান। আর এই সিনেমার ভয়েস এডিটিং, ইফেক্ট, এসএফএক্স, আবহসংগীত এবং সাউন্ড ডিজাইন করছেন প্রবাসী গায়ক রুবেল।

এর মাধ্যমে প্রথমবার কোনো সিনেমার জন্য কাজ করছেন এই গায়ক।

সিঙ্গাপুর থেকে মুঠোফোনে রুবেল বাংলানিউজকে বলেন, ‘এটিই আমার প্রথম সিনেমার কাজ। নতুন অভিজ্ঞতা, উপভাগ করছি বেশ। এককথায় আমি খুব উচ্ছ্বসিত। কেমন কাজ করলাম, তা আমি বলতে চাচ্ছি না। সিনেমা মুক্তি পর আমার কাজই কথা বলবে। এটা বলতে পারি, আমার সর্বোচটা দিয়ে সিনেমার গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে সংগীত করার চেষ্টা করেছি। বাকিটা শ্রোতারা বিচার করবেন। আর সবার দোয়া-ভালোবাসা চাই। এগিয়ে যেতে চাই কাজ দিয়ে। ’

রুবেলরুবেলের কণ্ঠে বেশ কয়েকটি গান প্রকাশ পেয়েছে। এর মধ্যে তার ‘যাত্রা অচিনপুর’ শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়। এরপর প্রকাশ পায় তার রক ঘরানার ‘নষ্ট আমি’ এবং সবশেষ বাজারে আসে হিপহপ ঘরানার ‘ও পাগলি’ শিরোনামে গানটি।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।