ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দ্রুত সেরে উঠছেন লতা মঙ্গেশকর: পরিবার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
দ্রুত সেরে উঠছেন লতা মঙ্গেশকর: পরিবার লতা মঙ্গেশকর

তিন সপ্তাহ আগে শ্বাস নিতে কষ্ট হওয়ায় ভারতীয় কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তবে এখন তিনি বেশ ভালো আছেন বলে জানিয়েছে তার পরিবার।

৯০ বছর বয়সী এই শিল্পীকে ১১ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। তার শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল।

তিন সপ্তাহ হাসপাতালে থাকার পর মঙ্গলবার (৩ ডিসেম্বর) তার পরিবারের এক সদস্য জানিয়েছেন, তার অবস্থা এখন ভালো।  

লতা মঙ্গেশকরের ভাগনি রচনা শাহ ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, তিনি এখন ভালো আছেন। সবখান থেকেই তার জন্য এতো এতো প্রার্থনা ও শুভ কামনা সত্যিই কাজে লেগেছে। আমরা প্রক্যেককেই ধন্যবাদ জানাতে চাই।  

তবে মঙ্গেশকর এখনও আইসিইউতে আছেন নাকি ভেন্টিলেটরে আছেন তা জানা যায়নি।  

সাত দশকের সুদীর্ঘ ক্যারিয়ারে লতা মঙ্গেশকর বিভিন্ন ভাষায় ৩০ হাজারেরও বেশি গান গেয়েছেন। ভারতীয় সিনেমায় তাকে অন্যতম শ্রেষ্ঠ প্লেব্যাক সিঙ্গার হিসেবে বিবেচনা করা হয়।  

২০০১ সালে তাকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মাননা ‘ভারত রত্ন’ উপাধিতে ভূষিত করা হয়।

আরও পড়ুন: লতা মঙ্গেশকরের ৯০ বছর

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।