ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তৃতীয় লিঙ্গদের ঘর বানাতে দেড় কোটি রুপি দিলেন অক্ষয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ২, ২০২০
তৃতীয় লিঙ্গদের ঘর বানাতে দেড় কোটি রুপি দিলেন অক্ষয়

পর্দায় কৌতুকাভিনয় দিয়ে দর্শক হাসাতে দক্ষ বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তবে পর্দার বাইরে বাস্তব জীবনেও মানুষের মুখে হাসি ফোটাতে পটু এই তারকা।

নানা সময় দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় তাকে। এবার তিনি তৃতীয় লিঙ্গের মানুষদের মুখে হাসি ফোটালেন।

ভারতের চেন্নাইয়ে তৃতীয় লিঙ্গদের ঘর বানাতে দেড় কোটি রুপি দিলেন অক্ষয়। যাতে করে এই প্রথম মাথার ওপর একটা শক্ত ছাদ পেতে যাচ্ছেন তারা।

অক্ষয় কুমারকে নিয়ে ‘লক্ষ্মী বোম্ব’ সিনেমা নির্মাণ করছেন পরিচালক রাঘব লরেন্স। এটি সুপারহিট তামিল হরর কমেডি ‘কাঞ্চনা’র হিন্দি রিমেক। অক্ষয়ের মহানুভবতা এই নির্মাতাকে মুগ্ধ করেছে। তাই তৃতীয় লিঙ্গদের পাশে দাঁড়ানোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে রাঘব লরেন্স বিশেষ ধন্যবাদ জানান অক্ষয়কে।

‘লক্ষ্মী বোম্ব’ সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে রয়েছেন ‘কবির সিং’খ্যাত অভিনেত্রী কিয়ারা আদবানি।

‘লক্ষ্মী বোম্ব’ প্রযোজনা করছে কেপ অব গুড ফিল্মস, ফক্স স্টার স্টুডিওস, তুষার কাপুর ও শাবিনা খান। সিনেমাটি বড় পর্দায় আসবে ২০২০ সালের ২২ মে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।