মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় নাট্যশ্রমের চার দশক নাট্য পার্বণ-২০২০ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আল সেলিম আল দীন মুক্ত মঞ্চে ‘পুলসিরাত’ মঞ্চস্থ হবে।
অসংখ্য ভাগ্য বিড়ম্বিত মানুষের মতোই আবু কায়েস, আসাদ ও মারওয়ান- নিজেদের ভাগ্যান্বেষণের জন্য ফিলিস্তিন থেকে স্বপ্নের কুয়েতে পাড়ি জমাতে চান।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আজাদ আবুল কালাম, শাহরিয়ার সজীব, মনিরুল ইসলাম রুবেল, সাইফুল ইসলাম জার্নাল, চেতনা রহমান ভাষা প্রমুখ। সেট ডিজাইন করেছেন শাহীনুর রহমান, সংগীত পরিকল্পনায় নীল কামরুল, আলোক পরিকল্পনায় বাবর খাদেম।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
জেআইএম