বিশেষ এই টেলিফিল্মে অভিনয় করেছেন প্রাণ রায়, মৌসুমী হামিদ, আরমান পারভেজ মুরাদ, সোহেল খান, আলম সোহাগ প্রমুখ।
নাটকটির গল্পে দেখা যাবে, সেলিম একটি পুস্তক বিক্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করে খুব একটা লাভবান হতে পারেননি।
নাটকের এক পর্যায় সেলিম নিজের লেখা ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ কাব্য গ্রন্থটি যুক্তরাষ্ট্র প্রবাসী বন্ধু বাদশাকে প্রকাশ করার প্রস্তাব দেবে বলে ঠিক করেন। কিন্তু তার স্ত্রী পারুলী ছেলের ভবিষ্যতের কথা ভেবে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাবার ব্যবস্থা নেওয়ার জন্য স্বামীকে প্রভাবিত করে। এভাবে এগিয়ে যায় গল্প।
‘বঙ্গবন্ধু কর্নার’ টেলিফিল্মটি শুক্রবার (৬ মার্চ) দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আই’তে প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
জেআইএম