গানটির কথা লিখেছেন অধরা জাহান। সুর করেছেন হুমায়রা বশির ও সংগীতায়োজন রাজা বশিরের।
এছাড়া গানের একটি অংশে আবৃত্তি করেছেন রুপা চক্রবর্তী এবং অধরা জাহান। আর গানের আরেকটি অংশে নৃত্য পরিবেশনা করেছেন মুনমুন মুস্তাফা।
গানটি প্রসঙ্গে হুমায়রা বশির ও রাজা বশির জানান, এই গানটির মাধ্যমে তারা সংগীতের ভিন্ন ঘরানা এবং দুই প্রজন্মের মধ্যে একটি মেলবন্ধন সৃষ্টির চেষ্টা করেছেন। এছাড়া তারা কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানিয়েছেন এই গানে অংশ নেয়া প্রত্যেক শিল্পী এবং কলা কুশলীকে। গানটি তারা বাবা-মা বশির আহমেদ এবং মিনা বশিরকে উৎসর্গ করেছেন।
রোববার (৮ মার্চ) নারী দিবসে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) গানটির প্রিমিয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে গানটি নিয়ে আলোচনায় অংশ নেবেন অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, সঙ্গীত পরিচালক আজাদ রহমান, শেখ সাদী খান, গীতিকার রফিকুজ্জামান, শহীদুল্লাহ ফরায়জী এবং চলচ্চিত্র অভিনেত্রী কবরী সারোয়ার।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
জেআইএম