এদিকে আমিরের জন্মদিনের কয়েকদিন আগে রহস্য তৈরি করলো প্রযোজনা প্রতিষ্ঠান রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির অফিসিয়াল টুইটার পেজ থেকে একটি পোস্টার শেয়ার করা হয়েছে।
পোস্টটির ক্যাপশনে আমির খানকে যুক্ত করা হয়। এর মাধ্যমে প্রযোজনা সংস্থাটি ‘গজনি ২’ নির্মাণের ইঙ্গিত দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মন্তব্যের ঘরে আমির ভক্তদের ‘গজনি ২’র নাম উল্লেখ করে শুভ কামনা জানাতেও দেখা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, হয়তো শনিবার (১৪ মার্চ) আমির খানের জন্মদিনে ‘গজনি ২’র ঘোষণা দেওয়া হতে পারে।
২০০৮ সালে মুক্তি পায়া ‘গজনি’। এতে চরিত্রের প্রয়োজনে কঠোর অনুশীলন আর শরীরচর্চার মাধ্যমে শারীরিক অবয়বে ব্যাপক পরিবর্তন এনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন আমির খান। ‘গজনি’তে আমিরের এইট প্যাক দেখে মুগ্ধ হয়েছিলেন তার অগণিত ভক্ত ও দর্শক।
চলতি বছর ‘লাল সিং চাড্ডা’ নিয়ে হাজির হতে যাচ্ছেন আমি। এটি হলিউডের বিখ্যাত ‘ফরেস্ট গাম্প’ সিনেমার অফিসিয়ালি হিন্দি রিমেক।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
জেআইএম