ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘ব্লাড’র শুটিং শুরু ২৫ মার্চ, শেষ হবে ২৫ দিনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
‘ব্লাড’র শুটিং শুরু ২৫ মার্চ, শেষ হবে ২৫ দিনে

দীর্ঘদিন পর চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন পরিচালক ওয়াজেদ আলী সুমন। তার নতুন অ্যাকশন সিনেমা ‘ব্লাড’-এ মাহিকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। এতে প্রথমবার এই তারকার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

আগামী ২৫ মার্চ থেকে ‘ব্লাড’র শুটিং শুরু হচ্ছে। সাধারণত দুই থেকে তিন ধাপে সিনেমার শুটিং করতে দেখা যায়।

তবে এই সিনেমাটি এক লটে টানা ২৫ দিনের শুটিং করে শেষ করবেন বলে জানিয়েছেন পরিচালক।

ওয়াজেদ আলী সুমন বাংলানিউজকে জানান, ২৫ মার্চ থেকে শুটিং শুরু করার পরিকল্পনা নিয়েছি। আমরা টানা ২৫ দিন শুটিং করবো। এক লটেই সিনেমার ক্যামেরা বন্ধ হবে।  

তিনি আরও জানান, শুটিং শুরু হবে ঢাকার বাইরে। তবে লোকেশন এখনো ঠিক করা হয়নি। বান্দরবান অথবা কক্সবাজার প্রথম শুটিংয়ের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ঢাকায়ও সিনেমাটির দৃশ্য ধারণ করা হবে।

গত ১ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘ব্লাড’র মহরত অনুষ্ঠিত হয়। এর কাহিনী ও চিত্রনাট্য দেলোয়ার হোসেন দিলের।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।