ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

করোনা আতঙ্কে এবার পেছালো ‘নীল মুকুট’র মুক্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
করোনা আতঙ্কে এবার পেছালো ‘নীল মুকুট’র মুক্তি

বাংলাদেশে ৩ জনের শরীরে করোনা ভাইরাসে পাওয়া পর থেকে চারদিকে আতঙ্কে বিরাজ করছে। আর তাই শুক্রবার (১৩ মার্চ) ‘উনপঞ্চাশ বাতাস’ সিনেমার মুক্তি পিছিয়ে দিয়েছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। 

এবার ২৭ মার্চ মুক্তি প্রতীক্ষায় থাকা ‘নীল মুকুট’রও মুক্তি পিছিয়ে গেছে। সিনেমাটি নির্মাতা কামার আহমাদ সাইমন সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) পরিচালক বলেন, সবাই বলছে করোনা, করোনা...। ঠিক আছে, করবো না। ‘নীল মুকুট’ এখন মুক্তি করবো না।

নতুন মুক্তির তারিখ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক সারা আফরীন জানিয়েছেন,  মুক্তির বিষয়টি যেহেতু অনিশ্চিত, তাই আরও এক সপ্তাহ পরিস্থিতি বিবেচনা করে নতুন মুক্তির তারিখের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।

জানা যায়, করোনা ভাইরাসের প্রকোপ কমলে নির্দিষ্ট সময় থেকে এক সপ্তাহ পিছিয়ে ৩ এপ্রিল মুক্তি দেওয়া হবে সিনেমাটি।

এখনো সিনেমাটি নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি এর নির্মাতা। তবে একটি পোস্টার প্রকাশ পেয়েছে যা বেশ প্রশংসিত হয়েছে। কোয়াইট অন সেট ‘নীল মুকুট’ পরিবেশন করছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।