ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এবার করোনায় আক্রান্ত অভিনেতা ইন্দ্রিস এলবা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এবার করোনায় আক্রান্ত অভিনেতা ইন্দ্রিস এলবা

বিশ্বব্যাপী পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এবার সেই তালিকায় যুক্ত হলেন ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা। তার শরীরে মহামারী রূপ ধারণ করা এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

কিন্তু করোনা ভাইরাসের কোনো উপসর্গ এলবার মধ্যে নেই। তবে তার কাছ থেকে ভাইরাসটি যাতে অন্যদের মধ্যে না ছড়ায়, তাই নিজেকে আইসোলেটেড করে রেখেছেন তিনি।

 

সোমবার (১৬ মার্চ) টুইটারে এক ভিডিওবার্তায় নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন এলবা।

ভিডিওতে ৪৭ বছর বয়সী এই অভিনেতা বলেন, বিরক্তিকর, আমি ভালো আছি। তবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। সামাজিক ব্যবধান তৈরি করা, যত্ন নিয়ে হাত ধোওয়ার এখনই সময়। আর সবচেয়ে জরুরি হলো পরিচ্ছন্ন থাকা। আমরা এখন বিভক্ত বিশ্বে আছি, এটা সবারই জানা। তবে এখনই সময় একে অপরকে নিয়ে চিন্তা করা।  

এলবা আরও জানান, তার স্ত্রীর এখনো টেস্ট করা হয়নি। তবে তিনি ভালো অনুভব করছেন।

এদিকে কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন অস্কারজয়ী নন্দিত অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী অভিনেত্রী রিটা উইলসন। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত ইউক্রেনের অভিনেত্রী ওলগা কুরিলেনকোও।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।