সামাজিক মাধ্যমে ঋত্বিক রোশন নিজেই সুজানের ছবি শেয়ার করেছেন। পোস্টের লেখায় ফুটে উঠেছে তার আবেগ, ‘যখন সারা দেশে লকডাউন চলছে, তখন বাবা-মায়ের পক্ষে সন্তানদের ছেড়ে থাকা অসম্ভব।
ঋত্বিকের ওই পোস্টে সুজান খান মন্তব্য করেন, ‘এই পরিস্থিতিতে মানবসভ্যতা আমাদের অনেক কিছুই শিখিয়ে দিল। ’
২০১৪ সালে ঋত্বিক-সুজানের বিবাহবিচ্ছেদ হয়। কিন্তু দু’জনের কেউই পারস্পরিক তিক্ততা প্রকাশ করেননি। বরং বন্ধুর মতো একে অপরের পাশে থেকেছেন। রেহান, হৃদানকে নিয়ে একসঙ্গে বেড়াতেও গিয়েছেন দু’জনে। ডিনার-মুভি ডেটে নিয়মিত যান তারা। সোশ্যাল মিডিয়ার পোস্টে তারা একে অপরকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করে থাকেন। ঋত্বিকের বাড়ির সব অনুষ্ঠানেও উপস্থিত থাকেন তার প্রাক্তন স্ত্রী।
কিছু দিন আগেও শিবরাত্রি উপলক্ষে রাকেশ রোশন, পিঙ্কি রোশন এবং ছেলেদের নিয়ে একসঙ্গে পূজাও দিতে গিয়েছিলেন ঋত্বিক-সুজান। সাবেক শ্বশুর রাকেশ রোশনের অসুস্থতার সময়েও ঋত্বিকের পাশে ছিলেন সুজান। ফলে মনে করা হয়েছিল, বাধা সরিয়ে তারা ফের কাছাকাছি আসছেন। তারা আবার বিয়ে করতে পারেন বলেও গুঞ্জন ছিল। কিন্তু বাস্তবে তা হয়নি। কিছুটা দূরত্ব নাকি ভালোবাসাকে আরও গভীর করতে পারে, এমন মুখের কথাকেই যেন বাস্তবে প্রমাণ করছেন তারা।
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
এমকেআর