সোমবার (০৬ এপ্রিল) ১০ পর্বের ওয়েব সিরিজটির প্রথম পর্ব ইউটিউবে প্রকাশ পেয়েছে। ধারাবাহিকভাবে বাকি পর্বগুলো প্রকাশ পাবে বলেও জানান এর নির্মাতা।
পরিচালনার পাশাপাশি ‘করোনা কাল’র থ্রিডি অ্যানিমেশন এবং সম্পাদনা করেছেন আকতারুল আলম তিনু। তিনি বাংলানিউজকে বলেন, মূলত করোনার এই দুর্যোগপূর্ণ মুহূর্তে মানুষকে সচেতন করতে অ্যানিমেশনটি নির্মাণ করলাম। যেহেতু করোনার কারণে বাংলাদেশে অঘোষিত লকডাউন চলছে, তাই বাইরে শুটিং না করে ঘরে বসে মানুষকে সচেতন করার জন্য এমন ভাবনা। আশা করছি এটি দেখে দর্শক করোনা নিয়ে অনেককিছু জানতে পারবেন।
তিনি আরও জানান, আপাতত ‘করোনা কাল’র ১০ পর্ব প্রকাশের পরিকল্পনা রয়েছে তার। তবে পর্ব আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
টিম আটের গল্প ভাবনায় নির্মিত অ্যানিমেশন ওয়েব সিরিজটিতে কণ্ঠ দিয়েছেন আকতারুল আলম তিনু, মঈনুল ইসলাম সাইদী ও মার্জিয়া নাহার শাওনা। এটি প্রযোজনা করেছে ইনফ্রিকুয়েন্ট ক্রিয়েশন ও প্রকাশ পাচ্ছে সি মিউজিক মোশনের ব্যানারে।
আকতারুল আলম তিনুর চিত্রনাট্যে মুক্তি পেয়েছে সিনেমা ‘ভাঙ্গা মন’। এছাড়া তার পরিচালিত ‘ফ্রেন্ডস ফরএভার’ ও ‘ব্লাক ফোর্স’ সিনেমা দুইটি মুক্তির প্রতীক্ষায় রয়েছে। সিনেমার পাশাপাশি তিনি নিয়মিত বিজ্ঞাপনও নির্মাণ করেন।
***'করোনা কাল' ওয়েব সিরিজ
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
জেআইএম