আমলা-কামলা, নীতি-দুর্নীতি, নেতা-জনতার মধ্যকার বিভিন্ন বৈষম্যসহ দেশের মূল সমস্যার বিশেষ দিকগুলো উঠে এসেছে প্রীতমের এ গানে। গাওয়ার পাশাপাশি গানের কথা-সুর প্রীতমেরই।
এককথায় বলা যায়, শাসক নামক শোষক শ্রেনীকে স্পষ্ট ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে ‘জনতা’ শিরোনামের এ গানের মাধ্যমে।
সোমবার (৬ এপ্রিল) প্রীতম আহমেদের ইউটিউব চ্যানেলে নতুন সংগীতায়োজনে প্রকাশ পায় ‘হ্যালো বন্ধু’ অ্যালবামের গান ‘জনতা’।
এদিকে সপ্তাহ খান প্রকাশ পায় প্রীতমের ইপি অ্যালবাম ‘সোলমেট’র প্রথম গান। শিরোনাম ‘চলো একসাথে বুড়ো হই’। করোনা পরিস্থিতিতে আপাতত লিরিক্যাল ভিডিওতে প্রকাশ করা হয়েছে গানটি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে ছাড়া হবে গান-ভিডিওতে। এছাড়া অচিরেই ‘সোলমেট’র বাকি দুটি প্রকাশ করা হবে বলে প্রীতম বাংলানিউজকে জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
ওএফবি