তৌসিফ-সাফা
বৈশাখ উপলক্ষে তৈরি হয়েছে নাটক ‘ছোট পরিবার আবশ্যক’। জুলফিকার ইসলাম শিশিরের রচনায় এটি যৌথভাবে পরিচালনা করেছেন নাট্যকার ও আতিফ আসলাম বাবলু। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাফা কবির।
নাটকের গল্পে দেখা যাবে, তৌসিফ ও সাফা দম্পতি বড় ফ্ল্যাটে থাকে। ভাড়া বেশি হওয়াতে তারা এক রুম সাবলেট দেওয়ার পরিকল্পনা করে।
এক দম্পতি ভাড়া নিতে এলে তারা শর্ত দেয়, শুধু স্বামী-স্ত্রী থাকতে পারবেন। কিন্তু তারা তা করে না। সঙ্গে ছোট এক বাচ্চাকে নিয়ে হাজির হয়। শুরু হয় নানা সংঘাত আর মজার ঘটনা। ঢাকা শহরের নিত্য ঘটনার একটি এই সাবলেট।
নাটকটিতে আরও অভিনয় করেছেন নুসরাত জান্নাত রুহী, সমাপ্তি মাশুক, সিমান্তী প্রমুখ। নাটকটি বাংলাভিশনে প্রচার হবে ১ বৈশাখ (১৪ এপ্রিল) রাত ৮টা ১৫ মিনিটে।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
ওএফবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।