বুধবার (১৫ এপ্রিল) এই অভিনেতার বোন মঞ্চশিল্পী রায়েল পদমসী ইনস্টাগ্রামে তার মৃত্যুর খবর জানান। রণজিত চৌধুরীর একটি সাদাকালো ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘একজন অভিনেতা, লেখক, যাযাবর।
পদমসী আরও জানান, ১৬ এপ্রিল এই অভিনেতার অন্ত্যেষ্টিক্রিয়া হবে। তবে স্বজন ও শুভানুধ্যায়ীদের নিয়ে তার স্মরণে প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে লকডাউন শেষ হওয়ার পর।
হিন্দি সিনেমায় যখন তিনি উজ্জ্বল অভিনেতা ছিলেন, তার মধ্যেই মার্কিন মুলুকে পাড়ি দেন রণজিত। এরপর দীপা মেহতার হাত ধরে বেশ কয়েকটি সিনেমায় পরিচালনার কাজ করেন রণজিত। দীপা মেহতার সঙ্গে 'শ্যাম অ্যান্ড মি' পরিচালনার পর ওই সিনেমা কান উতসবে সবার নজর কেড়েছিল।
রণজিত চৌধুরীর মৃত্যুতে শোক নেমেছে সিনে মহলে।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
এমকেআর