শুধু অফিস ছেড়ে দেওয়া নয়, করোনা মহামারি মোকাবিলায় একগুচ্ছ কার্যক্রমে যুক্ত হয়েছেন বলিউডের ‘বাদশাহ’। প্রধানমন্ত্রী এবং ৩ রাজ্যের মুখ্যমন্ত্রীদের ত্রাণ তহবিলে অনুদানের পাশাপাশি নিজউদ্যোগেও সেবা দিয়ে যাচ্ছেন তিনি।
মুম্বাই পৌর করপোরেশনকে দেওয়া শাহরুখের চারতলা অফিসেই তৈরি হয়েছে একটি কোয়ারেন্টিন সেন্টার। সেখানে ২২ আসনের শয্যা তৈরি করা হয়েছে।
শাহরুখ-পত্নী গৌরী খান ইতোমধ্যেই তাদের অফিসে খোলা কোয়ারেন্টিন সেন্টারের ছবি এবং ভিডিও শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। শুধু তাই নয়, শাহরুখের সংস্থা মীর ফাউন্ডেশনের তরফেও এই পদক্ষেপের কথা জানানো হয়।
সম্প্রতি ঔরঙ্গাবাদের গ্রামে চিকিৎসকদের জন্য পিপিই প্রয়োজন বলে শাহরুখের দ্বারস্থ হন সেক্রেড গেমস অভিনেত্রী রাজশ্রী দেশপান্ডে।
তিনি জানান, বর্তমানের কঠিন পরিস্থিতিতে অত্যন্ত ভাল কাজ করছে শাহরুখের সংস্থা। সেই কারণেই ঔরঙ্গাবাদের চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের জন্য শাহরুখ যাতে পিপিই-র ব্যবস্থা করে দেন, সেই আবেদন জানান তিনি।
শুধু শাহরুখ খান নয়, করোনা মোকাবিলায় এগিয়ে এসেছের বলিউডের আরও অনেক তারকা। কখনও সালমান খান, কখনও হৃত্বিক রোশন, আবার অক্ষয় কুমাররা এগিয়ে আসছেন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
এমকেআর