অনন্য অভিনেতা ঋষি কাপুর কারো দুর্দিনে পাশে থেকে করেছেন সহায়তা, আবার কাউকে সিনেমার জন্য উৎসাহিত করেছেন। ঋষি কাপুরের কাছ থেকে উৎসাহ নিয়ে জীবনে সফল হয়েছেন এমনই একজন হলেন খোদ বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান।
১৯৯২ সালে মুক্তি পেয়েছিল ‘দিওয়ানা’। সিনেমাটিতে শাহরুখ ও ঋষি কাপুর ছাড়াও অভিনয় করেছিলেন দিব্যা ভারতী। খুব কম বয়সে তার রহস্যজনকভাবে মৃত্যু হয়। ‘দিওয়ানা’র পর থেকে ঋষি কাপুর ও শাহরুখ খান ভাল বন্ধু হয়ে ওঠেন।
শাহরুখ তার ইনস্টাগ্রাম পোস্টে জানান, প্রথম থেকেই তিনি শুটিং নিয়ে বেশ নার্ভাস ছিলেন। কারণ তার মনে হত, তিনি ট্যালেন্টেড নন। তার উপর ঋষি কাপুরের মতো অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার নেহাত সহজ ব্যাপার নয়। কিন্তু তাকে শুটিং সেটে অনেক সহজ করে দিয়েছিলেন ঋষি।
শাহরুখ লিখেছেন, শুটিংয়ের প্রথম দিন, তিনি আমার দৃশ্য শেষ হওয়ার পর প্যাকআপের জন্য বসেছিলেন। তারপর সেই বিখ্যাত উজ্জ্বল হাসিটি মুখে এনে বলছিলেন, ‘বন্ধু, তোমার মধ্যে এনার্জি প্রচুর’। সেদিন আমার মাথায় আসে যে আমি একজন অভিনেতা হয়ে উঠেছি। … আমি তাকে অনেক কিছুর জন্য মিস করব। কিন্তু সবচেয়ে বেসি মিস করব তার নরম স্বাভাবের জন্য। যতবার আমাদের দেখা হয়েছে, আমার সঙ্গে খুব নম্র ব্যবহার করেছেন তিনি। তার আশীর্বাদের জন্যই আমি আজ শাহরুখ খান হয়ে উঠতে পেরেছি। সবসময় সেকথা আমার মাথায় থাকবে। ’
ক্যানসারের চিকিৎসা করতে যখন নিউইয়র্ক গিয়েছিলেন ঋষি কাপুর, তখন তার সঙ্গে দেখা করেছিলেন শাহরুখ ও গৌরী খান। নীতু কাপুর তখন ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘মানুষকে নিজের সম্পর্কে ভালো বোধ করানো একটি বিরল গুণ। শাহরুখের ভালোবাসা এতটাই খাঁটি। ও খুব ভাল মানুষ। ’
ঋষি কাপুরের মৃত্যুতে কাপুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ‘তার মৃত্যুর পর চোখের জল নয়, তাকে হাসি মুখে মনে করলেই সবচেয়ে বেশি খুশি হবেন ঋষি। ব্যক্তিগত এই শোকের মধ্যেও আমরা সবাইকে একটাই অনুরোধ করব, সারা দুনিয়া যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তা মাথায় রাখবেন এবং আইন অনুযায়ী চলবেন। উনিও তাই চাইতেন। ’
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, মে ০২, ২০২০
এমকেআর