সোমবার (৪ মে) গানটি ভিডিওতে প্রকাশিত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে।
এ গান প্রসঙ্গে সাজেদ ফাতেমী বলেন, ‘গত চার বছর থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনুষ্ঠিত আমাদের ব্যান্ডের সব কনসার্টে ‘চুরি বিদ্যা’ গানটি গেয়েছি।
তিনি আরও বলেন, ‘একটা চোর একবার চুরি করে যখন স্বাচ্ছন্দ্যে পালিয়ে যায়, তখন বোঝতে পারে তার জন্য বাকি পথ সহজ হয়ে গেল। ব্যাস, ছোট চোর থেকে ধীরে ধীরে সে বড় চোর হয়ে ওঠে। বাংলাদেশের সব পেশাতেই কম-বেশি চৌর্যবৃত্তি চলছে। এ দেশের অনেক জনপ্রতিনিধি চাল, ডাল, গম চুরিকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন, যা নিয়ে প্রতিনিয়ত উপহাস করেন সাধারণ মানুষ। একে চুরি বিদ্যাও বলা হয়ে থাকে। ’
২০১৬ সালে গানটির অডিও সিডি প্রকাশিত হয়েছিল একই প্রতিষ্ঠান থেকে। ‘নকশীকাঁথার গান’ শিরোনামে অ্যালবামের এই গানটি সমসাময়িক সময়ের প্রতিনিধিত্বকারী অন্যতম গান বলে বিবেচনা করছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। এ গানের শুটিং হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
ভিডিও:
বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, মে ০৫, ২০২০
ওএফবি