ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মাহে রমজানে ডিএমএস থেকে তাদের কণ্ঠে ইসলামী গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মে ৭, ২০২০
মাহে রমজানে ডিএমএস থেকে তাদের কণ্ঠে ইসলামী গান

পবিত্র মাহে রমজান আল্লাহর ইবাদতের মাস। মুসলিম উম্মাহ’র জন্য শ্রেষ্ঠ মর্যাদার মাস। এটা ফযিলাত, গুনাহ মাফ এবং সবচেয়ে বেশি সওয়াব অর্জনের মাস। 

রমজানের পবিত্রতা রক্ষা ও আল্লাহর শ্রেষ্ঠত্বের গুণগান নিয়ে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এই রমজানে প্রকাশ করছে বেশ কয়েকটি হামদ, নাত ও ইসলামী গান।  

ইতোমধ্যে রবিউল ইসলাম জীবনের কথায় ইমরান মাহমুদুলের সুর ও গায়কীতে ‘আজানের ঐ পবিত্র সুর’ এবং আসিফ আকবরের গায়কীতে, লুৎফর হাসানের কথা ও সুরে ‘পথ দেখাও হে প্রভু’ প্রকাশ পেয়েছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

 

অন্য গানগুলোর মধ্যে রয়েছে কাজী শুভর কন্ঠে ‘আল্লাহ আল্লাহ বলো’। গানটির কথা ও সুর করেছেন বিচ্ছেদী পলাশ। মোহাম্মদ মিলন গেয়েছেন ‘তুমি রহমান’। মামুন আফনান রুমীর কথা মালায় এতে সুরারোপ করেছেন মিলন নিজেই। শিগগিরই এই ইসলামী গানগুলো পর্যায়ক্রমে তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ধ্রুব মিউজিক স্টেশন জানিয়েছে।  

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ জানান, ‘মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা এবং সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ করেই ডিএমএস এই কাজগুলো করেছে। আশা করছি এই ইসলামী গানগুলো সবার ভালো লাগবে। ’ 

ডিএমএস আরও জানায়, তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানগুলো শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশ এবং স্বাধীন মিউজিক অ্যাপএ।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মে ০৭, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।