ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দুঃসময়ে শিমুল খানের ঘরে বাঁধ ভাঙা আনন্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, মে ৮, ২০২০
দুঃসময়ে শিমুল খানের ঘরে বাঁধ ভাঙা আনন্দ

বিশ্বব্যাপী যখন মহামারি করোনা ভাইরাসের তাণ্ডব চলছে, ঠিক তখন অভিনেতা শিমুল খানের ঘরে নেমে হলো বাঁধ ভাঙা আনন্দ। এমন দুঃসময়ে প্রথমবারের মতো বাবা হলেন তিনি। তার স্ত্রী শেখ সুস্মিতা খান কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। 

এই দম্পতি কন্যাসন্তানের নাম রেখেছেন শেখ এ্যালিনা রহমান খান অথবা। শিমুল খানের অনুরোধে অথবা নামটি দিয়েছেন তার প্রিয় ব্যক্তি নির্মাতা মেজবাউর রহমান সুমন।

শিমুল খান বাংলানিউজকে বলেন, আযান দেওয়ার জন্য প্রথমবার আমি যখন অথবাকে ছুঁয়ে দেখি, ঠিক সেই মুহূর্তে আমার পুরো শরীর শীতলতায় কাঁপছিল, বাবা হওয়ার অনুভূতিতে। সত্যিই এর সঙ্গে পৃথিবীর অন্য কোনো অনুভূতির মিল খুঁজে পাওয়া যাবে না। মহান আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া।  

তিনি আরো জানান, তার কন্যা পৃথিবীর মুখ দেখে গত ১৪ মার্চ। কিন্তু জন্মের পর বেশ কিছুদিন অসুস্থ থাকায় একটু সময় নিয়ে সুখবরটি তিনি জানালেন। অথবা এখন পুরোপুরি সুস্থ বলেও জানিয়েছেন এই অভিনেতা।

শিমুল খানের স্ত্রী শেখ সুস্মিতা খান বলেন, মা না হলে সত্যিই এই অনুভূতি কাউকে বলে বোঝানো সম্ভব নয়। এ এক মহাপবিত্র স্বর্গীয় অনুভূতি, যার সঙ্গে পৃথিবীর কোনো অনুভূতিরই তুলনা চলে না।
২০১৫ সালের ৯ ডিসেম্বর পারিবারিকভাবে শিমুল খান ও সুস্মিতা ঘর বাঁধেন। বিয়ের আগে দীর্ঘদিন তাদের বন্ধুত্ব ছিল।

র‍্যাম্প মডেলিং দিয়ে মিডিয়ায় পথচলা শুরু করেন শিমুল খান। এরপর ইফতেখার চৌধুরী পরিচালিত ‘দেহরক্ষী’ সিনেমায় অভিনয় করে বড় পর্দায় পরিচিতি পান তিনি। এখন পর্যন্ত তার অভিনীত ৩০টি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তি প্রতীক্ষিত সিনেমা রয়েছে আরও ১০টি। কাজ করেছেন ওয়েব সিরিজেও।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মে ০৮, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।