সোমবার (১১ মে) বেন স্টিলার টুইটারে বাবার মৃত্যুর খবরটি জানান। সেখানে তিনি লেখেন, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার বাবা জেরি স্টিলার আমাদের ছেড়ে চলে গেছেন।
জেরি স্টিলার বহু-মেধার অধিকারী একজন অভিনেতা ছিলেন। নানা ধরনের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের আনন্দ দিয়েছেন। তার অভিনীত বহু টেলিভিশন শো দর্শক নন্দিত।
টেলিভিশন শো ‘সেইনফেল্ড’-এ দুর্দান্ত অভিনয় করে ১৯৯৭ সালে এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছিলেন তিনি।
১৯২৭ সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন জেরি স্টিলার। তার স্ত্রী ছিলেন কমেডি অভিনেত্রী অ্যান মিয়ার। তারা দু’জন একসঙ্গে একই কমেডি গ্রুপে কাজ করতেন। ১৯৫৩ সালে নিউ ইয়র্কের একটি কাস্টিং কলে তাদের দু’জনের দেখা হয়। এর পরের বছরই তারা ঘর বাঁধেন। তারা দু’জন একসঙ্গে অসংখ্য শো করেছেন। ২০১৫ সালের এই মে মাসেই মিয়ারও পৃথিবী থেকে বিদায় নেন।
জেরি স্টিলার ‘ম্যারিড টু লাফটার’ শিরোনামে আত্মজীবনী লিখেছেন। যেখানে তিনি নিজের জীবনের সহজ ও বাঁকা পথ অতিক্রম করার গল্পগুলো তুলে ধরেছেন।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ১১, ২০২০
জেআইএম