কোভিড-১৯ এর দাপটে পুরো বিশ্ব কাঁপছে। বাংলাদেশেও চলছে এই ভাইরাসের জোর প্রভাব।
লকডাউনে একটি ছোট পরিবারে কয়েকজন সদস্যের মানসিক পরিস্থিতিসহ আশেপাশের প্রাকৃতিক আর মনুষ্য সৃষ্ট ঘটনা এখানে পরিচালক দেখাবার চেষ্টা করেছেন। প্রকৃতি আর মানুষ একসঙ্গে চলছে। পরিবারের গৃহশ্রমিক ফিল্মের মূল চরিত্র। তার হতাশা আর লকডাউনের জীবন উঠে এসেছে ‘স্পেশাল আই’- এ। এই পরিবারের মাধ্যমে পুরো বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণির বর্তমান সময়ের আভাস পাওয়া যাবে।
সিনেমাটি সম্পাদনা করেছেন রিসান আহমেদ। বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর জন্য ফিল্মটি নির্মাণ করেছেন পরিচালক। এর আগে কম্পেনডিয়াম, জার্নি, মিশন কাশ্মির ইত্যাদি পরিচালকের নির্মিত শর্ট ফিল্ম। বাংলাদেশ, ভারত, নেপালের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে তিনি যোগ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, মে ১৪, ২০২০
ওএফবি