স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রাকিবুল হাসান। এতে তিনি জানালা দিয়ে দেখা ২১টি দেশের লকডাউন চিত্র তুলে ধরেছেন।
১১ মিনিটির চলচ্চিত্রটির নির্মাণ শুরু হয় গত এপ্রিলে। এতে তুলে ধরা হয়েছে- বাংলাদেশ, আমেরিকা, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, তুরস্ক, ইরান, চীন, বেলজিয়াম, কানাডা, সুইজারল্যান্ড, ভারত, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, গ্রীস, নেপাল, সৌদি আরব, চেক রিপাবলিক ও লাটভিয়ার লকডাউনের দৃশ্য। দেশগুলো থেকে মোট ৫৯ জন পেশাদার এবং সৌখিন চিত্রগ্রাহক দৃশ্যধারণ করেছেন। তারা সবাই করোনা ভাইরাসে আক্রান্ত ২১টি দেশের নাগরিক।
নির্মাতা জানান, চিত্রগ্রাহকদের ক্যামেরার ভাষায় ফুটে উঠেছে ঘর থেকে দেখা বাইরের জগত দেখার ব্যাকুলতা, অস্থিরতা এবং তাদের মানসিক অবস্থার প্রতিচ্ছবি।
বাংলা ভাষায় নির্মিত ‘উইন্ডোজ ২০: লকডাউন এডিশন’ চলচ্চিত্রটি পরিচালকের ইউটিউব চ্যানেল ‘RakibulHasan’ এবং ফেসবুক পেজ ‘filmwithoutfilm’-এ একযোগে মুক্তি দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, মে ২৮, ২০২০
জেআইএম