‘নিরুদ্দেশ’ গানের কথা লিখেছেন স্যামুয়েল হক। এর সুর ও সংগীতায়োজন করেছেন মেহেদি।
এ গানের গবেষণাধর্মী ব্যাখা দিয়েছেন গীতিকবি স্যামুয়েল হক। তিনি বলেন, ঋগ্বেদের প্রথম মণ্ডল ৮৪ অণুবাক ৫৫ ঋক- এ বলা হয়েছে, এইরূপে আদিত্য রশ্মি এ গমনশীল চন্দ্রমণ্ডলের অন্তরর্গত ত্বষ্টৃতেজ পেয়েছিল। সূর্যের আলো চন্দ্রে প্রতিফলিত হয়ে চন্দ্র যেমন আলোকিত, এ ব্যাপারটি অনুসরণ করেই হয়তো প্রাচীনরা জ্ঞানের আলো প্রতিফলিত করে আমাদের আলোকিত করতে চেয়েছিলেন। আমরা এই আলোতেই চলা শুরু করি। তবুও এই আলো আমাকে নিরুদ্দেশের পথে টেনে নিয়ে যায়। এই পথ দর্শনের নাকি জ্ঞানের বোঝতে পারি না।
তুষারের কণ্ঠের ‘নিরুদ্দেশ’ প্রকাশ করেছে দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ।
ভিডিও:
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জুন ০৩, ২০২০
ওএফবি