অন্যদিকে কেরালায় আনারসে বাজি ভরে এক গর্ভবতী হাতিকে মেরে ফেলার ঘটনা সামনে আসার পর থেকেই সমালোচনার ঝড় সামাজিকমাধ্যমে। প্রাণীর প্রতি এমন নৃশংসতার প্রতিবাদেও সামিল হয়েছেন বলিউড তারাকারাও।
শুক্রবার (৫ জুন) ফেসবুক পোস্টে এমনই প্রশ্ন তুললেন পশ্চিবঙ্গের দর্শকপ্রিয় অভিনেতা ও তৃণমূল সংসদ সদস্য দেব। সেখানে তিনি লেখেন, ‘যে কোনো যুক্তিক প্রতিবাদে আমার পূর্ণ শ্রদ্ধা এবং সমর্থন রয়েছে। একজন বিদেশী ও হাতি হত্যা ঘটনায় আমিও মর্মাহত এবং সবার প্রতিবাদকে স্বাগত জানাচ্ছি।
‘কিন্তু পরিযায়ী শ্রমিকদের নিয়ে দেশের তারকাদের কোনো আওয়াজ পেলাম না। পরিযায়ীদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে মাইলের পর মাইল হাঁটতে দেখা যাচ্ছে, এই গরমের মধ্যে! রোদে পুড়ে পায়ের চামড়া উঠে গেছে। পায়ে প্লাস্টিকের বোতল জড়িয়ে হাঁটছে তারা। তবুও প্রতিবাদ নেই! ট্রেনের লাইনে ছিন্ন-ভিন্ন হয়ে গেলো তাদের দেহ। প্রতিবাদ কই? তারা গুরুত্বপূর্ন নয়? তাদের জীবনের কোনও দাম নেই?
লকডাউনে ঘরে ফিরতে ট্রেনেই মৃত্যু হয়েছে ৮০ জন পরিযায়ী শ্রমিকের। অন্যদিকে সড়ক ও রেল দুর্ঘটনাতেও প্রাণ হারিয়েছেন ২০০- এর বেশি পরিযায়ী শ্রমিক। বেসরকারি মতে এই সংখ্যাটা আরও বেশি। পরিযায়ী শ্রমিকদের দুরাবস্থা নিয়ে দুঃখ প্রকাশ করলেও সেইভাবে প্রতিবাদের সুর চড়াতে দেখা যায়নি ভারতীয় তারকাদের। তাই তারকাদের নেহায়েৎ সুবিধাবাদী প্রতিবাদে আপত্তি জানিয়েছেন দেব।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুন ০৬, ২০২০
ওএফবি