তবে পুরো বিষয়টি প্রত্যাখ্যান করেছেন জুহি। অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি জানিয়েছেন, অমিতাভ বচ্চনের দেওয়া ধারণা থেকে তিনি গল্পটি ২০১৭ সালে লেখেন।
এদিকে, আকিরার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করেন, রাজীব আগারওয়ালের গল্পের নাম ছিল ‘১৬, মোহনদাস লেন’। তিনি সিনস্তান ইন্ডিয়া’স স্টোরিলেটার স্ক্রিপ্ট প্রতিযোগিতায় এই স্ক্রিপ্টটি জমা দেন। যেখানে বিচারকের দায়িত্বে ছিলেন জুহি। সেখান থেকেই তিনি গল্পটি চুরি করেছেন।
কিন্তু প্রতিযোগিতাটির জুরি চেয়ারম্যান অঞ্জুম রাজাবলি জানিয়েছেন ভিন্ন কথা। তার মতে, প্রতিযোগিতার সেরা আট স্ক্রিপ্ট- থেকে জুরি হিসেবে যুক্ত হন জুহি। আর ওই স্ক্রিপ্ট সেরা বিশেই বাদ পড়ে। সেক্ষেত্রে স্ক্রিপ্টটি জুহির হাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না বলে মন্তব্য করেন তিনি।
সুজিত সরকার পরিচালিত সিনেমাটি প্রথমে সিনেমা হলেই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার মহামারির কারণে বন্ধ রয়েছে সিনেমা হল। অব্যাহত লকডাউনে ঘরবন্দী জনজীবন। তাই অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে ১২ জুন কমেডি-ড্রামাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জুন ০৮, ২০২০
জেআইএম