ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

করোনায় ভাই হারালেন আনোয়ারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জুন ১৩, ২০২০
করোনায় ভাই হারালেন আনোয়ারা অভিনেত্রী আনোয়ারা

বৈশ্বিক মহামারি  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার একমাত্র ভাই হুমায়ূন কবির। শনিবার (১৩ জুন) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

আনোয়ারার মেয়ে অভিনেত্রী রুমানা রব্বানি মুক্তি বাংলানিউজকে তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, অনেক আগে মামার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল।

এছাড়া তার ফুসফুসে সংক্রমণসহ বেশ কিছু জটিলতা ছিল। এরমধ্যেই প্রায় এক সপ্তাহ আগে তার করোনা শনাক্ত হয়। এ কয়েকদিন তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু আজ তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। মামার মৃত্যুতে মা অনেক ভেঙে পড়েছেন। সবার কাছে তার জন্য দোয়া চাইছি।

পাঁচ বোনের মধ্যে হুমায়ূন কবির ছিলেন আনোয়ারার একমাত্র ভাই। তিনি ছিলেন আনোয়ারার ছোট। এর আগে দুই বোনকে হারিয়েছেন আনোয়ারা। মুক্তি আরো জানান, তার মামা রাজধানীর মগবাজারে বসবাস করতেন। তিনি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত না থাকলেও সবসময় আনোয়ারাকে সাপোর্ট করেছেন। শনিবার তাকে দাফন করা হবে রায়ের বাজারের একটি কবরস্থানে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জুন ১৩, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।