রোববার (১৪ জুন) বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে এটা আত্মহত্যার ঘটনা বলেই ধারণা করে মুম্বাই পুলিশ। কিন্তু পরদিন সোমবার তার পরিবার থেকে দাবি করা হয়েছে, এটা আত্মহত্যা হতে পারে না।
বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সুশান্ত সিংয়ের মামা বলেন, ‘আমরা মনে করি না সে আত্মহত্যা করেছে। পুলিশকে অবশ্যই এটা তদন্ত করতে হবে। তার মৃত্যুর পেছনে ষড়যন্ত্র আছে বলেই মনে হচ্ছে। তাকে হত্যা করা হয়েছে। ’
ইতোমধ্যে জানা গেছে, সুশান্ত সিং বিষণ্নতায় ভুগছিলেন বলে ক্লিনিক্যালি ধরা পড়েছিল ৫-৬ মাস আগেই। তার ওষুধ চলছিল। সুশান্তের ব্যক্তিগত ডাক্তারের সাথে কথাও বলেছে মুম্বাই পুলিশ। শিগগিরই তার বক্তব্য রেকর্ড করা হবে।
রোববার সুশান্তের বোন এবং ম্যানেজারও মুম্বাই পুলিশকে জানায়, বিষণ্নতার সঙ্গে লড়ছিলেন সুশান্ত এবং সম্প্রতি তিনি ওষুধ খাওয়াও বন্ধ করে দিয়েছিলেন।
এদিকে সুশান্ত সিংয়ের মরদেহ ময়নাতদন্ত প্রতিবেদন বলছে, তিনি আত্মহত্যাই করেছেন।
আরও পড়ুন: সুশান্ত’র ময়নাতদন্তে আত্মহত্যার প্রমাণ পাওয়া গেছে
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুন ১৫, ২০২০
এমকেআর