ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বন্যার পাশে দাঁড়িয়ে নারীবিদ্বেষীদের রুখতে বাচ্চুর আহ্বান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জুন ২৫, ২০২০
বন্যার পাশে দাঁড়িয়ে নারীবিদ্বেষীদের রুখতে বাচ্চুর আহ্বান

বাংলাদেশে সাংস্কৃতিক অঙ্গনে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য প্রায়ই দেখা যায় অনলাইনে। অশালীনতার অভিযোগে ওয়েবসিরিজের বিরুদ্ধে শিল্পীরা সোচ্চার হলেও, নারীর বিরুদ্ধে অশালীন ও আইনবিরুদ্ধ বক্তব্য প্রদানকারীদের বিরুদ্ধে কেন সবাই নিশ্চুপ? এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট নাট্যজন ও চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

সম্প্রতি বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার করোনা আক্রান্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন গণমাধ্যমে কটূক্তিমূলক মন্তব্য করেছেন অনেকে। এ নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ চিত্রনির্মাতা নাসির উদ্দিন ইউসুফ।

বুধবার (২৪ জুন) রাতে নাসির উদ্দিন ইউসুফ নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্টে তার ক্ষোভ প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার করোনা আক্রান্ত হওয়া নিয়ে কতিপয় অসুস্থ মানসিকতার ‘নামানুষ’ যেভাবে অশ্লীল উক্তি করছে, তাদের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ এনে কোন শিল্পী বা শিল্পী সংগঠন এখনো শাস্তি দাবি করেনি। অথচ ওয়েব সিরিজে অশ্লীলতার বিরুদ্ধে সবাই দেশ ও সংস্কৃতি রক্ষা ও দোষী নির্মাতার শাস্তি দাবি করে আইনানুগ ব্যবস্থার সুপারিশ করেছেন।

নাসির উদ্দিন ইউসুফ আরও বলেন, ‘শুধু বন্যা নন, দেশের প্রায় সকল নারী শিল্পীর বিরুদ্ধে অপপ্রচার ও কুরচিপূর্ণ মন্তব্য হরহামেশা অনলাইনে দৃ্শ্যমান। পাশাপাশি অনলাইনে ও টেলিভিশনে কতিপয় মোল্লা ওয়াজ মাহফিলের নামে নারীদের নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য ও ফতোয়া দিচ্ছেন, তা রীতিমত অশ্লীল ও দেশীয় আইন লঙ্ঘনের দণ্ডনীয় অপরাধ। আমরা যারা ভিজ্যুয়াল কনটেন্টে অশ্লীলতার বিরুদ্ধে সরব, আবার তারাই ধর্মের নামে ও যৌন বিকারগ্রস্ত কতিপয় ‘নামানুষের’ মন্তব্যের বিরুদ্ধে সম্পূর্ণ নিশ্চুপ।

তিনি বলেন, ‘আমি অত্যন্ত দৃঢ়তার সাথে মানবিক সংস্কৃতিবিরোধী অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্যকারী এবং ধর্মব্যবসায়ীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি বিধানের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। একই সাথে সকল শিল্পীদের এই অপপ্রচারের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুন ২৫, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।