ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

করোনাকালে এফডিসিতে নেই শুটিংয়ের কোলাহল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জুন ২৬, ২০২০
করোনাকালে এফডিসিতে নেই শুটিংয়ের কোলাহল

ঢাকা: চলচ্চিত্রের আঁতুড়ঘর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এখন আর আগের মতো মানুষের ভিড় নেই। শুটিংয়ের ফ্লোরগুলো ফাঁকা পড়ে আছে। নেই শুটিংয়ের কোলাহল। পরিচালক, শিল্পী ও সংশ্লিষ্টের আনাগোনা বন্ধ বললেই চলে। করোনার কারণে সবকিছু যেন থমকে গেছে।

প্রায় দুই মাস বন্ধ থাকার পর গত ৫ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে সিনেমার শুটিংয়ের অনুমতি দেয় চলচ্চিত্রসংশ্লিষ্ট সংগঠনগুলো। তবে এখনই নতুন সিনেমার শুটিং শুরুতে আগ্রহ নেই নির্মাতাদের।

এফডিসিতে হাতেগোনা কয়েকটি সিনেমার শুটিং হলেও তা ছিল খুব ছোট পরিসরে, কয়েকদিনের জন্য।

**তারকাদের দেখার আশায় এফডিসির ফটকের সামনে সাধারণ মানুষের ভিড় দেখা যেত নিয়মিত। কিন্তু করোনাকালে এখন আর তাদের ভিড় নেই।
তারকাদের দেখার আশায় এফডিসির ফটকের সামনে সাধারণ মানুষের ভিড় দেখা যেত নিয়মিত।  কিন্তু করোনাকালে এখন আর তাদের ভিড় নেই।

**এফিডিসির ফটক দিয়ে ঢোকার পর সবাইকে জীবাণুনাশক বুথের ভেতর দিয়ে যেতে হচ্ছে।
এফিডিসির ফটক দিয়ে ঢোকার পর সবাইকে জীবাণুনাশক বুথের ভেতর দিয়ে যেতে হচ্ছে।

**চার নাম্বার ফ্লোরটি সাধারণত ফাঁকা থাকে না। কিন্তু করোনাকালে লাইট-ক্যামেরা-অ্যাকশন শোনা যায় না এখানে।
চার নাম্বার ফ্লোরটি সাধারণত ফাঁকা থাকে না।  কিন্তু করোনাকালে লাইট-ক্যামেরা-অ্যাকশন শোনা যায় না এখানে।

**শুটিং না থাকায় এফডিসির গুরুত্বপূর্ণ লোকেশনগুলো ফাঁকাই পড়ে আছে।
 **শুটিং না থাকায় এফডিসির গুরুত্বপূর্ণ লোকেশনগুলো ফাঁকাই পড়ে আছে।  

**এফডিসির ভেতর প্রযোজক সমিতিতে নেই কর্ম চাঞ্চল্য। আগের মতো সদস্যদের আড্ডাও এখন বিরল।
এফডিসির ভেতর প্রযোজক সমিতিতে নেই কর্ম চাঞ্চল্য।  আগের মতো সদস্যদের আড্ডাও এখন বিরল।

**বহু সিনেমার শুটিং হয়েছে এফডিসির ঐতিহ্যবাহী স্থান ঝর্ণা স্পটে। এখন শুটিং না হওয়ায় পাল্টে গেছে এর চিত্র।
বহু সিনেমার শুটিং হয়েছে এফডিসির ঐতিহ্যবাহী স্থান ঝর্ণা স্পটে।  এখন শুটিং না হওয়ায় পাল্টে গেছে এর চিত্র।

**চায়ের কাপে সিনেমা নিয়ে আড্ডা জমে এফডিসির ক্যানটিনে। কিন্তু মানুষ না থাকায় এখন সেখানে ঝুলছে তালা।
চায়ের কাপে সিনেমা নিয়ে আড্ডা জমে এফডিসির ক্যানটিনে।  কিন্তু মানুষ না থাকায় এখন সেখানে ঝুলছে তালা।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুন ২৬, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।