ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সর্বোচ্চ সচেতন থেকে শুটিং করেছি: মৌসুমী হামিদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, জুন ২৮, ২০২০
সর্বোচ্চ সচেতন থেকে শুটিং করেছি: মৌসুমী হামিদ মৌসুমী হামিদ ও নজরুল রাজ

চলমান করোনা পরিস্থিতি ও চরম সংকটময় সময়ের কিছু দৃশ্য দর্শকদের জানান দিতে নাটক নির্মাণ করেছেন প্রীতি দত্ত। নাম ‘মানুষের গল্প’। 

নির্মাতা জানান, চারজন মানুষের লকডাউনের নানা সংকট নিয়ে এ নাটকের গল্প এগিয়ে যাবে। পাশাপাশি থাকবে করোনাকালের নানা বিভ্রান্তি ও দিকনির্দেশনার কথা।

এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। যার প্রধান চারটি চরিত্রে রয়েছেন ইরফান সাজ্জাদ, মৌসুমি হামিদ, নজরুল রাজ ও মিলি বাসার।

এ নাটক প্রসঙ্গে মৌসুমি হামিদ বলেন, নাটকটির গল্প বর্তমান সময়কার। আমরা সবাই অনেক যত্ন নিয়েই শুটিংয়ে অংশগ্রহন করছি। প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় সর্বোচ্চ সচেতন থেকে শুটিং করেছি। ’

নজরুল রাজ বলেন, করোনা সময়কালের প্রেক্ষাপট নিয়ে এ নাটকটির গল্প। আশা রাখি, নাটকটি প্রচারে আসলে গল্পটি মানুষের মনে ভালোলাগা তৈরি করবে।

নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই ‘মানুষের গল্প’ নাটকটি  একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জুন ২৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।