ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সামাজিক গল্পের স্বল্পদৈর্ঘ্য ‘সংসার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জুলাই ৪, ২০২০
সামাজিক গল্পের স্বল্পদৈর্ঘ্য ‘সংসার’ স্বল্পদৈর্ঘ্য ‘সংসার’র একটি দৃশ্য

শহরের আটপৌরে জীবনে শাশুড়িকে সঙ্গে নিয়ে থাকে এক দম্পতি। ছোট বাসায় সন্তানসহ বেশ ভালোই আছে তারা। কিন্তু সমস্যা বাধে শাশুড়িকে নিয়ে। তাকে একদমই সহ্য হয় না বউয়ের। এমনই গল্পে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সংসার’। 

সামাজিক বার্তা সম্বলিত ‘সংসার’ পরিচালনা করেছেন জাকির হোসেন সিমান্ত। শনিবার (৪ জুলাই) থেকে স্বল্পদৈর্ঘ্যটি প্রকাশিত হয়েছে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা বাংলাএক্সপ্রেস ফিল্মসের ইউটিউব চ্যানেলে।

 

পরিচালক সিমান্ত বলেন, আসলে সমাজকে পরিবর্তন করে দেওয়া তো আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু আমাদের চলচ্চিত্রটি দেখে একজন মানুষও যদি তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হয় তাহলে ভালো লাগবে।  

গত ১১ জুন ঢাকায় ‘সংসার’র শুটিং হয়েছে। আহমেদ জামান শিমুলের চিত্রনাট্যে এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শারমিন মজুমদার, লিংকন,  রেবেকা ও শিউলী। ক্যামেরায় ছিলেন ফরহাদ হোসেন। প্রযোজনা করেছেন পারভেজ চৌধুরী।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সংসার’:

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
জেআইএম/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।