ইউরোপের অন্যতম সব্যসাচী সংগীতশিল্পী, সুরকার ও গীতিকার সঞ্জয় দে'র অভিনব সংগীত উদ্যোগ 'ব্যবধান' মুক্তি পাচ্ছে শনিবার (২৫ জুলাই)। সৌধ বাংলা মিউজিক ফেস্টিভ্যাল পেইজ থেকে এই অভিনব প্রোডাকশন সম্প্রচারিত হবে ইউকে সময় দুপুর ২টায়।
শিল্পী সঞ্জয় দে'র কথা ও সুরে 'আর তো কোনো কথা নেই বলার' গানটিতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের প্রতিভাবান সংগীতশিল্পী সিসপিয়া ব্যানার্জি। এর সংগীতায়োজনে আছেন কুন্দন সাহা।
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের এই সাবেক শিক্ষার্থী ইতোমধ্যে সংগীতে তাৎপর্যপূর্ণ অবদানের জন্য পেয়েছেন আর ডি বর্মন পুরস্কার। ২০০০ সালে বাল্টিমোরে অনুষ্ঠিত সম্মানজনক বিশ্ব বাংলা সম্মেলনে সংগীত পরিবেশন করার পাশাপাশি সঞ্জয় দে ব্রিটেনে প্রতিষ্ঠা করেছেন 'নিয়ম' (NEOM - New Era of Music) নামের একটি জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন।
নিয়ম ছাড়াও তিনি প্রতিষ্ঠা করেছেন রবিকা এবং রবি ভারতী নামের আরো দুটি সংগঠন। রবি ভারতী'র মাধ্যমে এবং নিজের একান্ত উদ্যোগে তিনি ব্রিটেনে বেড়ে ওঠা শিশুদের এবং ব্রিটিশ-এশীয় ডায়েসপরাদের সংগীত শিখিয়ে যাচ্ছেন গত এক যুগেরও বেশী সময় ধরে।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
জেআইএম