ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঈদের আগের রাতে কথা-সুরের জাদু ছড়াবে ‘জলের গান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
ঈদের আগের রাতে কথা-সুরের জাদু ছড়াবে ‘জলের গান’ কথা-সুরের জাদু ছড়াবে ‘জলের গান’

বাংলা গানে আলাদা একটা ধারা তৈরি করেছে গানের দল ‘জলের গান’। আর এই ধারা তথা নিজস্বতার জন্য শ্রোতামহলে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে গানের দলটি।

ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্রের সংযোজনে নিজেদের গানের সংগীতায়োজনেও যুক্ত করেছেন অপার বিমুগ্ধতা। কথা-সুরে জাদু তো আছেই। আর বিশেষ এই কারণেই ‘জলের গান’র গান শুনতে মুখিয়ে থাকেন শ্রোতারা।

আগামী ১ আগস্ট ঈদুল আজহা। এর আগের রাতেই দেশবাসীকে গান শোনাতে আসছে গানের দলটি। হ্যাঁ, শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টায় দীপ্ত টিভিতে সরাসরি গান শোনাবে ‘জলের গান’।

জানা গেছে, অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে শিল্পীরা আড্ডা দেবেন শ্রোতা-দর্শকদের সঙ্গে। শোনাবেন তাদের পছন্দের গান। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন সাইফুর রহমান সুজন ও মাসুদ মিয়া।

অতল জলের গান, পাতালপুরের গান ও নয়ন জলের গান- শুনেছেন অনেকেই। জলের গানের এই তিনটি অ্যালবামের বেশিরভাগ গানই মুখস্ত ভক্তদের। কোনো মঞ্চে গান ধরলে দর্শকেরা প্রায় পুরো গানই গেয়ে ফেলেন শিল্পীদের সঙ্গে।

করোনা পরিস্থিতিতে দীর্ঘ বিরতির পর এবারই প্রথম টেলিভিশন চ্যানেলে গান শোনাতে আসছে ‘জলের গান’।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।