দেশের সংগীতাঙ্গনে আবারো করোনা ভাইরাসের থাবা পড়েছে। এবার এই বৈশ্বিক মহামারিটিতে আক্রান্ত হয়েছেন সংগীতশিল্পী রবি চৌধুরী।
রবি চৌধুরী তার ব্যক্তিগত ফেসবুকে অ্যাকাউন্টে বিষয়টি জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লেখেন, 'করোনা আমাকে ভালোবেসেছে। তাই কারো ফোন রিসিভ করতে পারছি না। কিছু মনে করবেন না। যদি পারেন দোয়া করবেন, দোয়া চাই। দেখা হবে আবার গানে গানে ইনশাআল্লাহ। '
আরও পড়ুন>> করোনা জয় করলেন কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী
এছাড়া তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানিয়েছেন। তবে তার শারীরিক অবস্থা এখন কোন পর্যায়, তা উল্লেখ করেননি।
দীর্ঘ সংগীত ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন রবি চৌধুরী। সম্প্রতি তিনি প্রকাশ করেছেন ‘জাতীয় বেয়াদব’ শিরোনামের একটি গান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। আর সংগীতে ছিলেন অপু রায়হান।
রবি চৌধুরীর আগে সংগীতশিল্পী সেলিম চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি এখন করোনামুক্ত।
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
জেআইএম