তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতেমা-তুয-যাহরা ঐশী অডিও-প্লেব্যাকের মাধ্যমে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন। মহামারি করোনার জন্য দীর্ঘদিন ধরে তিনি স্টেজ শো থেকে দূরে রয়েছেন।
‘মেঘের বাড়ি’ শিরোনামের গানটি লিখেছেন এন আই বুলবুল। সুর ও সংগীত করেছেন অমিত কর। প্রকাশ পেতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে।
ঐশী বলেন, করোনাকালে আমরা অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছি। এমন সময় সবার জন্য ‘মেঘের বাড়ি’ গানটি উপহার দিতে যাচ্ছি। অমিত করের সঙ্গে আগেও বেশ কয়েকটি গান করেছি। সবকটি গানের জন্য শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। আশা করছি এই গানটিও সবার ভালো লাগবে।
সংগীত পরিচালক অমিত কর বলেন, ঐশী গায়কীতে সিগনেচার আছে। অন্যদের থেকে সহজেই আলাদা করা যায়। তাকে নিয়ে আগে যে গানগুলো করেছি এটি সেগুলো থেকে ভিন্ন। সবার ভালো লাগবে এটাই প্রত্যাশা।
এর আগে অমিত করের সুর ও সংগীতে ঐশী গেয়েছেন ‘পিরিতের রাধা’, ‘পাপী’ ও ‘সত্যি করে বল’ শিরোনামের গানগুলো।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
জেআইএম