সুবিশাল একটি উন্মুক্ত ময়দানে প্রকাণ্ড স্ক্রিনে দেখানো হয় সিনেমা। দর্শকদের জন্য নেই কোনো বসার ব্যবস্থা! কারণ যে যার গাড়ির ভেতরে বসে সারিবদ্ধভাবে সিনেমা উপভোগ করবেন।
এখন পর্যন্ত বহু দেশের সিনেমা এ জনপ্রিয় পদ্ধতিতে দেখানো হয়েছে। তবে বাংলা কোনো সিনেমা এভাবে প্রদর্শনের খবর এর আগে পাওয়া যায়নি। এবার ‘পোড়ামন ২’ দিয়ে বাংলাদেশি কোন সিনেমার ড্রাইভ ইন শো হতে যাচ্ছে। অস্ট্রেলিয়ার সিডনিতে এর আয়োজন করেছে ‘ঢাকা অ্যাটাক’খ্যাত আলোচিত নির্মাতা দীপঙ্কর দীপনের বাংলা মুভি প্রদর্শনের নতুন প্রতিষ্ঠান বাংলা ড্রাইভ ইন মুভিস (বিডিএম)। প্রতিষ্ঠানটির অন্য দুই জন প্রতিষ্ঠাতা হলেন সিডনীর অন্যতম আইটি এক্সপার্ট ওয়াহেদ সিদ্দিকী ও ফিন্যান্সিয়াল প্ল্যানার আকাশ আহসান।
সোমবার (২৭ জুলাই) এক ভারচ্যুয়াল প্রেস কনফারেন্সের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। বিডিএম’র প্রতিষ্ঠাতারা ছাড়াও এতে যুক্ত ছিলেন পরিচালক রায়হান রাফি, অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী পূজা চেরি ও সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।
সেসময় দীপংকর দীপন বলেন, আমি সব সময় বাংলা সিনেমার প্রচার ও প্রসারে কাজ করে গেছি। সেটা আমার সিনেমা হোক অথবা অন্য কারো। মধ্যপ্রাচ্যে ‘দেবী’ ও ‘পোড়ামন ২’ সিনেমার প্রদর্শনে যুক্ত ছিলাম। বাংলা সিনেমার নতুন এ যাত্রায় আমি আমার সবটুকু দিয়ে সাহায্য করতে চেয়েছি। কারণ আমার কাছে আইডিয়াটা খুব অভিনব, আর করোনার সময়ে খুব সময়োপযোগী মনে হয়েছে।
বিডিএম-এর অন্যতম প্রতিষ্ঠাতা ওয়াহেদ সিদ্দিকী বলেন, আমাদের মনে ড্রাইভ ইন শো আইডিয়া ৪ থেকে ৫ বছর আগে এলেও এ বছরের মার্চ মাস থেকে আমরা পুরোদমে কাজ শুরু করি। সবকিছু ঠিক করে সিনেমার সিকিউরিটি এবং ভাল প্রজেকশন নিশ্চিত করে আমরা ৮ আগস্ট ‘পোড়ামন ২’ দেখানোর দিন ঠিক করেছি।
বিশ্ব দরবারে বাংলা সিনেমার এই নতুন যাত্রাতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তিনি বলেন, এভাবে আমরা যদি আমাদের সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারি, সেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক সুফল বয়ে নিয়ে আসবে। ‘পোড়ামন ২’র ড্রাইভ ইন শো যাতে সফলভাবে সম্পন্ন হয় সেজন্য যত ধরনের প্রচারণার দরকার হয় সেটা আমি করবো।
সবার সহযোগিতা ও ভালোবাসা পেলে বাংলা ড্রাইভ ইন মুভিস একটি নিয়মিত আয়োজনে পরিণত হবে বলে বিডিএম-এর পক্ষ থেকে জানানো হয়। সিডনীর ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে ৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬ টায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ক্রেজি টিকেটসের মাধ্যমে এই শোয়ের টিকেট বিক্রি হবে। টিকেট ও অন্যান্য তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
জেআইএম/এমকেআর