না ফেরার দেশে চলে গেলেন পশ্চিমবঙ্গের কিংবদন্তি লোকসংগীত শিল্পী ও পদ্মশ্রী সম্মানে ভূষিত সোনম শেরিং লেপচা। তিনি ছিলেন লেপচা সংস্কৃতির ধারক, বাহক ও সংরক্ষক।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সিকিমে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বখ্যাত এই সংগীতশিল্পী। তার মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
লোকসংগীতে তার অসীম অবদান বিশ্বের বিভিন্ন প্রান্তে শিল্পীর সমাদর বাড়িয়েছে। শুধু একাধিক বাদ্যযন্ত্র বাদনই নয়, তিনি ছিলেন একাধারে সুর ও গীত রচয়িতা। এছাড়া লেপচা সম্প্রদায়ের সাংস্কৃতিক প্রচারও তিনি করে গেছেন আজীবন।
শুধু তাই নয়, লেপচা সংস্কৃতির বহু হারিয়ে যাওয়া উপাদানও তিনি পুনরুদ্ধার করেছেন। পাশাপাশি ৪০০- এর বেশি লোকগীতি, ১০২টি লোকনৃত্য এবং দশটি নৃত্যনাট্যের রচয়িতা তিনি।
লেপচা সম্প্রদায়ের মধ্যে তিনিই প্রথম অল ইন্ডিয়া রেডিওর সম্প্রচারে কণ্ঠদান করেন। জীবদ্দশাতেই তাকে নিয়ে তৈরি হয়েছে একাধিক তথ্যচিত্র। ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।
সোনম শেরিংয়ের প্রয়াণে বৃহস্পতিবারে (৩০ জুলাই) টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘সোনম শেরিং লেপচাজি এক বহুমুখী প্রতিভার নাম। মহান লেপচা সংস্কৃতিকে জনপ্রিয় করে তোলার পিছনে তার অবদান ভোলার নয়। প্রজন্ম থেকে প্রজন্ম তার কাজের সমাদর হয়েছে যুগে যুগে। তার প্রয়াণে শোকস্তব্ধ হয়েছি। এই দুঃসময়ে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ’
এছাড়া গুণী এই শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
১৯২৮ সালের ৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় জন্মগ্রহণ করেন সোনম শেরিং লেপচা। তবে জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন সিকিমে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
ওএফবি