ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রশংসিত কাজল আরেফিন অমি’র নাটক ‘মাস্ক’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, আগস্ট ৪, ২০২০
প্রশংসিত কাজল আরেফিন অমি’র নাটক ‘মাস্ক’ ঈদ আয়োজনে প্রশংসিত কাজল আরেফিন অমি’র নাটক ‘মাস্ক’

ঈদুল আজহার বিশেষ নাটক ‘মাস্ক’। নাটকটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।

এটি ঈদের দ্বিতীয় দিন (২ আগস্ট)  অবমুক্ত করা হয় ‘মোশন রক এন্টারটেইনমেন্ট’র ইউটিউব চ্যনেলে।
 
প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ‘মাস্ক’। মাত্র ২৪ ঘণ্টায় ১০ লাখেরও বেশি মানুষ দেখেছে নাটকটি। যা এখনো পর্যন্ত ঈদে প্রকাশিত নাটকগুলো মধ্যে প্রথম। এতে অভিনয় করেছেন- জিয়াউল হক পলাশ, তাসনিয়া ফারিন, চাষী আলম, মারজুক রাসেল, মুকিত জাকারিয়া, মুসাফির প্রমুখ।  

নির্মাতা জানান, ‘এ নাটকের গল্পটা একটু  ডার্ক কমেডি ঘরানার। আমি সবসময় আমার দর্শকদের  বিনোদন দিতে চাই, আমার কাজের মাধ্যমে। সারা দিনের শত ব্যস্ততা শেষে কেউ যদি আমার নাটক দেখে একটু বিনোদিত হয়, একজন নির্মাতা হিসেবে এতটুকুই আমার স্বার্থকতা। নাটকটি প্রকাশের পর  দর্শকদের কাছ থেকে অনেক সাড়া পাচ্ছি।  

‘আলোচনা-সমালোচনা থাকবেই। সমালোচনা অবশ্যই গঠনমুলক হওয়া উচিৎ। ডার্ক কমেডি ধাচের নাটক মূলত আমাদের দেশে হয় না। তবে আশা করা যায়, এখন থেকে হবে। আমার কাজ রিলিজ হওয়ার পর এক দল বলে অসাধারণ হয়েছে। আরেক দল বলে একদমই ভালো হয় নাই। আমি এই দুই দলকেই ভালোবাসি। কারণ, তারা কষ্ট করে আমার কাজ দেখেন। আমি সবসময়ই চেষ্টা করি, দর্শকদের নতুন কিছু দেওয়ার জন্য। সামনেও এই চেষ্টা অব্যাহত থাকবে, আপনারা পাশে থাকবেন। ’
 
তিনি আরও বলেন, ‘এবারের কাজের অভিজ্ঞতা অন্য সবসময় থেকে একটু আলাদা। এই করোনাকালীন সময়ে আমাদের কাজের ক্ষেত্রেও নিতে হয়েছে বাড়তি সতর্কতা। অন্য সময়গুলাতে আমরা গল্প, স্ক্রিপ্ট রেডি করে তারপর লোকেশন রেডি করতাম। আর এবার লোকেশন রেডি করে গল্প রেডি করতে হয়েছে। এটা একটা চাপ ছিল। তারপরও শত প্রতিকূলতার মধ্যেও কাজ করেছি দর্শকদের জন্য। দিনশেষে দর্শকদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। ’

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।