ঢাকা: করোনার কারণে কর্মহীন হয়ে পড়া সংস্কৃতিসেবীদের সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ৷
বুধবার (০৫ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধুপুত্র শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় করোনা ভাইরাস সংক্রমণজনিত কারণে কর্মহীন হয়ে পড়া সংস্কৃতিসেবীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন।
এ সময় করোনার কারণে কর্মহীন হয়ে পড়া ৯৯ জন যন্ত্রসংগীতশিল্পীর মধ্যে সহায়তার অর্থ বিতরণকালে কে এম খালিদ আরো বলেন, বর্তমান সরকার শিল্প-সংস্কৃতিবান্ধব সরকার।
যথাসম্ভব স্বচ্ছতার সঙ্গে কর্মহীন সংস্কৃতিসেবীদের তালিকা প্রণয়ন ও তাদের মধ্যে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। এর মধ্যেও অসাবধানতাবশত কিছু ভুল-ত্রুটি হয়ে থাকতে পারে। এ ব্যাপারে ভবিষ্যতে আরো সতর্কতা অবলম্বন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী এ সময় করোনা মহামারিতে মৃত্যুবরণকারী সব শিল্পী ও সংস্কৃতিসেবীর আত্মার শান্তি কামনা করেন এবং এ দুর্যোগ দ্রুত কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন। এতে শুভেচ্ছা বক্তব্য দেন মিউজিশিয়ান্স ফাউন্ডেশনের সভাপতি গাজী আবদুল হাকিম।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
ডিএন/এসআই