ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সুরালয়ের উদ্যোগে শিল্পী হৈমন্তী শুক্লার সঙ্গে ফেসবুক লাইভ আড্ডা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, আগস্ট ৬, ২০২০
সুরালয়ের উদ্যোগে শিল্পী হৈমন্তী শুক্লার সঙ্গে ফেসবুক লাইভ আড্ডা হৈমন্তী শুক্লা

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা যোগ দিচ্ছেন এক বিশেষ ফেসবুক লাইভে, গান-আড্ডায়।

শনিবার (৮ আগস্ট) দুপুর ২ টায় (ইউকে সময়) বাংলা গানের শীর্ষ সব্যসাচী শিল্পী গৌরি চৌধুরী পরিচালিত সুরালয় সংগীত সংস্থার উদ্যোগে এই আড্ডা সম্প্রচারিত হবে সুরালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে।

ইতিপূর্বে গৌরি চৌধুরী এবং তার সুরালয়ের উদ্যোগে উদযাপিত গুরু পূর্ণিমা দিবস সারা বিশ্বের বাঙালী শিল্পী এবং দর্শকমহলে বেশ প্রশংসিত হয়। সম্প্রতি সন্ত্রাসী হামলায় আক্রান্ত বাউল শিল্পী রণেশ ঠাকুরের জন্যে তহবিল সংগ্রহেও গৌরি চৌধুরী এবং তার সুরালয় রেখেছে অসামান্য ভূমিকা।

গৌরি চৌধুরী জানান, চলমান করোনায় সুরালয় শিগগিরই বাংলাদেশ এবং ভারতের দুস্থ শিল্পীদের জন্যে মানবিক সহায়তায় তাৎপর্যপূর্ণ উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে।

এছাড়া সুরালয়ের উদ্যোগে সংগীত শিক্ষার্থীদের জন্যে শিল্পী হৈমন্তী শুক্লাসহ বাংলাদেশ এবং ভারতের স্বনামধন্য শিল্পীদের অনলাইন মাস্টার ক্লাসের নিয়মিত আয়োজন অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।