এইচবিও ম্যাক্স সিরিজ ‘রেইজড বাই ওল্ফস’ সায়েন্স ফিকশনের ট্রেলারেই রোমাঞ্চকর ভয় আর আকর্ষণে দর্শকদের বাঁধলেন পরিচালক রিডলি স্কট।
এই বিজ্ঞান কল্পকাহিনির কেন্দ্রীয় চরিত্রের রয়েছে একটি অ্যান্ড্রয়েড, তার নাম মাদার (অর্থাৎ মা)।
সে এক জনশূন্য-ঊষর পৃথিবীর গল্প। এক মহাযুদ্ধে, খুব সম্ভবত পারমাণবিক হত্যাযজ্ঞ শেষে পৃথিবী তখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। কিন্তু মাদার যা-ই করে সবকিছুই খুব ভয়াবহ হয়ে ওঠে। শুধু তার কথা বলার ভঙ্গিই নয়, তার কাজকর্মও ভয়াবহ। যেমন, যখন সে ক্লাসিক গল্প থ্রি লিটল পিগস বাচ্চাদের শোনায় তখন সে ভয়ংকর বড় নেকড়েদের কথাও বলে, যে এসে বাচ্চাদের খেয়ে ফেলে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই বড় নেকড়ে তার মধ্যেই বসবাস করছিল।
ট্রেলারে দেখা যায়, নতুন পৃথিবীতেও মাদার ও ফাদারের মধ্যে ধর্মমতের পার্থক্য নিয়ে ঝামেলা রয়ে গেছে। অর্থাৎ মানুষ ধর্মবিশ্বাস নিয়ে সংঘর্ষে লিপ্ত হবে আগামীতেও।
সিরিজটি এইচবিও ম্যাক্স-এ স্ট্রিমিং শুরু হবে ৩ সেপ্টেম্বর।
দেখুন ‘রেইজড বাই ওল্ফস’ ট্রেলার:
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২০
এমকেআর