ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভালো আছেন রামেন্দু-ফেরদৌসী দম্পতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০২০
ভালো আছেন রামেন্দু-ফেরদৌসী দম্পতি রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার

ঢাকা: করোনায় আক্রান্ত রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার দম্পতি এখন ভালো আছেন। একসঙ্গে শক্ত মনে তারা ভাইরাসটিকে মোকাবিলা করছেন।

শনিবার (০৮ আগস্ট) দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানান নাট্যজন রামেন্দু মজুমদার।

তিনি বলেন, 'ঘরের মধ্যেই দিনগুলো কেটে যাচ্ছে। আমরা দু'জনই ভালো আছি। শক্ত মনে করোনাকে মোকাবিলা করছি। '

গত ১৮ জুলাই প্রথমে ফেরদৌসী মজুমদারের কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হন। এর ৬ দিন পর ২৪ জুলাই আক্রান্ত হন রামেন্দু মজুমদার।

রামেন্দু মজুমদার আরো বলেন, 'শিগগিরই আমরা দ্বিতীয়বার পরীক্ষা করাবো। এখন পর্যন্ত আমাদের শারীরিক কোন সমস্যা নেই। '

সম্প্রতি স্ত্রীসহ করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানান রামেন্দু মজুমদার। তিনি বলেন, 'সবার প্রার্থনা ও চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত আমরা দু'জনই সুস্থ আছি। সবাই দুশ্চিন্তা করবে বলে কাউকে বিষয়টি তখন জানাইনি। '

৫০ বছর আগে ১৯৭০ সালের ১৪ মার্চ সংসারজীবন শুরু করেন দেশের সংস্কৃতি অঙ্গনের দুই গুণী ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজমুদার।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২০
ডিএন/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।