ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আলাউদ্দিন আলীকে স্মরণ করে স্মৃতিকাতর কুমার শানু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
আলাউদ্দিন আলীকে স্মরণ করে স্মৃতিকাতর কুমার শানু ...

ঢাকা: হঠাৎ করেই চলে গেলেন সুরকার, সংগীত পরিচালক, বেহালাবাদক ও গীতিকার আলাউদ্দিন আলী। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে দেশের সংগীত ও চলচ্চিত্র অঙ্গনে।

গণ্ডি পেরিয়ে এই শোক ছুঁয়েছে ভারতীয় কিংবদন্তি সংগীতশিল্পী কুমার শানুকেও।

হিন্দি-বাংলা গানের জনপ্রিয় এই শিল্পী স্মরণ করেছেন আলাউদ্দিন আলীকে।  

স্মৃতিকাতর হয়ে তিনি ফেসবুকে লেখেন, আলাউদ্দিন আলীর শান্তি কামনা করছি। আমি বাংলাদেশি সিনেমার জন্য তার সংগীতে বহু গানে কণ্ঠ দিয়েছি। এটা খুব দুঃখের, ২০২০ সবাইকে নিয়ে যাচ্ছে।

রোববার (০৯ আগস্ট) রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে বিকেল ৫টা ৫০মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এর আগে শনিবার (০৮ আগস্ট) হাসপাতালটিতে তাকে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত করা হয়েছে কিংবদন্তি সুরস্রষ্টা ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীকে।

বাংলাদেশ সময়: ০২৩৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।