প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরকে হারাতে না হারাতেই হারানোর মিছিলে যোগ দিলেন সুর সম্রাট আলাউদ্দিন আলী! দেশের সংগীতাঙ্গন হারালো আরও একজন অভিভাবককে! একজন আলাউদ্দিন আলী শতাব্দীতে হয়ত একবারই জন্ম নেন!
তাকে নিয়ে কিছু লেখার বা বলার দুঃসাহস এবং যোগ্যতা কোনটাই আমার নেই! বেশ কয়েক বছর তার সান্নিধ্য পেয়েছি। তাকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে! দেশের সংগীতাঙ্গনকে দু’হাত ভরে দিয়েছেন তিনি।
একজন আলাউদ্দিন আলী মানেই একটি বাংলাদেশ! একজন এন্ড্রু কিশোর কিংবা একজন আলাউদ্দিন আলী’র প্রস্থান নেই! বাংলাদেশ এবং বাংলা গান যতদিন থাকবে ততদিনই তারা উজ্জ্বল তারা হয়ে ঝলমল করবেন এদেশের সংগীতের আকাশে!
সাতবার সুরকার হিসেবে এবং একবার গীতিকার হিসেবে- মোট ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি! উপমহাদেশের সিংহভাগ সংগীতশিল্পী তার সুরে গান গেয়েছেন। আছেন আমার মোক্তার, এমনও তো প্রেম হয়, যে ছিল দৃষ্টির সীমানায়, সূর্যোদয়ে তুমি, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, এই দুনিয়া এখন তো আর, ইস্টিশনের রেলগাড়িটা, বন্ধু তিন দিন তোর, কেউ কোনদিন আমারে তো, কিছু কিছু মানুষের জীবনে, ভালোবাসা যত বড়, এ জীবন তোমাকে দিলাম, আমার মতো এতো সুখী’সহ অসংখ্য জনপ্রিয় গান, যেগুলো যুগ যুগ ধরে এদেশের গানপাগল মানুষদের মোহিত করে রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে!
অসংখ্য শিল্পীদের প্লেব্যাকের প্রথম সুযোগ করে দিয়েছেন তিনি! ২০০৮ সালে রাজশাহীতে একটি অনুষ্ঠানের মাধ্যমে তার সঙ্গে আমার প্রথম পরিচয়। অনুষ্ঠান শেষে পরদিনই তিনি আমাকে ঢাকায় ডেকে পাঠান এবং বন্ধন চলচ্চিত্রে প্রথম প্লেব্যাকের সুযোগ পাই! এরপর থেকে তার সান্নিধ্যে আসার সৌভাগ্য হয় এবং বেশ কয়েকবছর তার সহকারী হিসেবে কাজ করার সৌভাগ্য হয়।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
ওএফবি