সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত সিবিআই’র হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে এই মামলায় যতক্ষণ না সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে, ততক্ষণ পুরোদমে তদন্ত শুরু করতে পারছে না সিবিআই।
এদিকে সুপ্রিম কোর্ট এখনও এই মামলার রায় দেয়নি। এই পরিস্থিতিতে কিছুটা হলেও মনমরা দেখা গেছে সুশান্তের বড় বোন শ্বেতা সিং কীর্তিকে। বিশেষ ভিডিও বার্তায় শ্বেতা বললেন, ‘এই মামলার সঠিক বিচার না পেলে আমরা শান্তিতে বাঁচতে পারব না। ’
ভিডিওতে শ্বেতা বলেন, ‘আমি সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি। সকলের কাছে অনুরোধ, দয়া করে সবাই একজোট হন এবং সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি রাখুন। সত্যিটা জানার অধিকার সবার আছে। সুশান্তের মৃত্যু ন্যায়বিচার পাওয়ার অধিকার আমাদের আছে। না হলে আমরা শান্তিতে বাঁচতে পারবো না। ’
এছাড়া টুইটের আরেকটি পোস্টে সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে একটি প্ল্যাকার্ড হাতে ছবি পোস্ট করেন শ্বেতা। ক্যাপশনে লেখেন, সময় এসেছে সত্যিটা জানার এবং বিচার পাওয়ার। দয়া করে আমাদের পরিবারের পাশে দাঁড়ান এবং গোটা বিশ্ব সত্যিটা জানুক…।
শ্বেতার এই পোস্টে সমর্থন দিয়েছেন সুশান্তের ভক্ত-অনুরাগীরা। সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে এই টুইট রিটুইট করে লেখেন, ‘আমরা সত্যিটা জানবো এবং অবশ্যই সুবিচার পাবো দিদি। ’
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ৫৭, ২০২০
ওএফবি