ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আইয়ুব বাচ্চুর জন্মদিনে মিলাদ মাহফিল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
আইয়ুব বাচ্চুর জন্মদিনে মিলাদ মাহফিল

প্রয়াত ব্যান্ড কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জন্মদিন রোববার (১৬ আগস্ট)। এ উপলক্ষে 'আইয়ুব বাচ্চু ফ্যান ক্লাব'র পক্ষ থেকে ঢাকার মাতুয়াইলে অবস্থিত আশরাফুল উলুম মাদ্রাসা ও মাদ্রাসাতুল আবরারের এতিমদের মধ্যে খাবার বিতরণ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় আইয়ুব বাচ্চু ফ্যান ক্লাবের এডমিন রিয়াজ আহমেদ, রিয়াদুল ইসলাম রনি, আক্তার হোসেন ও পলাশসহ অনান্য ভক্তরা উপস্থিত ছিলেন।

আইয়ুব বাচ্চু ফ্যান ক্লাবের এডমিন মো. রিয়াদুল ইসলাম রনি বলেন, জন্মদিনে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি দেশের সেরা রকস্টার ও উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ গিটারিস্ট আইয়ুব বাচ্চুকে।

২০১৮ সালের ১৮ অক্টোবর মাত্র ৫৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশীয় ব্যান্ডসংগীতের অন্যতম দিকপাল, গিটার জাদুকর ও এলআরবি’র প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু।  

আইয়ুব বাচ্চু’র বাবার নাম মোহাম্মদ ইসহাক ও মায়ের নাম নূরজাহান বেগম। সংসার জীবনে তিনি স্ত্রী, ফাইরুজ সাফরা নামে এক কন্যা ও তাজোয়ার নামে এক পুত্র সন্তান রেখে গেছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
ডিএন/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।