ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ইফতেখার প্রযোজিত প্রথম সিনেমা 'মুক্তি'তে রাজ রিপা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
ইফতেখার প্রযোজিত প্রথম সিনেমা 'মুক্তি'তে রাজ রিপা

'খোঁজ – দ্য সার্চ', 'দেহরক্ষী', 'অগ্নি', 'রাজত্ব' ও 'বিজলি'র মতো বেশকিছু আলোচিত সিনেমার পরিচালক ইফতেখার চৌধুরী। প্রথমবারের মতো প্রযোজনা করছেন তিনি।

তার প্রযোজিত-পরিচালিত প্রথম সিনেমা হতে যাচ্ছে 'মুক্তি'।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ইফতেখার চৌধুরী, 'মুক্তি'র কাহিনিকার গুঞ্জন রহমান, প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ অনেকে।

সংবাদ সম্মেলনে ইফতেখার চৌধুরীর তার প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজ ও প্রতিষ্ঠানটির প্রথম সিনেমা 'মুক্তি'র ঘোষণা দেন। এছাড়া সিনেমাটিতে নায়িকা হিসেবে রাজ রিপার নাম ঘোষণা করেন। পাশাপাশি একটি পোস্টারও প্রকাশ করেন।

ইফতেখার চৌধুরী বলেন, 'মুক্তি' সিনেমায় মুক্তি চরিত্রটির জন্য রাজ রিপা একদম পারফেক্ট। একজন অভিনেত্রীর মধ্যে যে সমস্ত গুণাবলী থাকা দরকার তার সবই রাজ রিপার মধ্যে পেয়েছি। আগামী মাসে সিনেমাটির শুটিং শুরু করবো।

জানা যায়, অ্যাকশন-থ্রিলার ধাঁচের সিনেমা 'মুক্তি'। নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তি কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য-সাধারণ হয়ে ওঠেন-সে গল্পই সিনেমাটিতে তুলে ধরা হবে।  

সিনেমাটিতে রিপা ছাড়া আর কে কে অভিনয় করবেন তা এখনো জানানো হয়নি। সেপ্টেম্বরে শুটিং শুরুর আগে করোনা পরিস্থিতির কারণে সীমিত আকারে মহরত করা হতে পারে বলেও জানান পরিচালক।

২০১৮ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত ‘দহন’ সিনেমার একটি চরিত্রে দেখা যায় রাজ রিপাকে। ছোট পর্দায়ও তিনি অনেক কাজ করেছেন। তবে এবারই প্রথম বড় ক্যানভাসে অভিনয় করার সুযোগ পেয়েছেন এই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।