দক্ষিণী অভিনেতা পৃথ্বিরাজ সুকুমারন ঘোষণা দিয়েছেন, ভারতের ইতিহাসে প্রথমবার পুরোপুরি ভার্চুয়াল শুটিং করা সিনেমার কাজ শুরু হচ্ছে। এর একটি পোস্টারও শেয়ার করেন তিনি।
ইনস্টাগ্রামে পোস্টারটি শেয়ার করে পৃথ্বিরাজ লেখেন, চলচ্চিত্র নির্মাণের কলা ও বিজ্ঞানে এ এক নতুন উত্তেজনাপূর্ণ অধ্যায়। তাই এর জন্য মুখিয়ে আছি। সময় পরিবর্তন হচ্ছে, নতুন নতুন চ্যালেঞ্জ আসছে, উদ্ভাবনী পদ্ধতিও আসছে। আর এরই মধ্য দিয়ে এক মহাকাব্যিক গল্প বলা হবে।
নতুন ঘরানার সিনেমাটির নাম এখনও ঘোষণা করা হয়নি। তবে জানানো হয়েছে, এটি পরিচালনা করবেন গোকুলরাজ বস্কর। আর এটি মুক্তি দেওয়া হবে মালয়ালম, হিন্দি, তেলুগু, তামিল ও কন্নড় ভাষায়।
পৃথ্বিরাজ সুকুমারনের আগামী সিনেমা ব্লেসি রচিত ও পরিচালিত ‘আদুজীবিতম’। একই নামের একটি উপন্যাস অবলম্বনে এটি একটি সারভাইভাল ড্রামা। নজিব নামের এক যুবকের ভারত থেকে সৌদি আরবে কাজের সন্ধানে গিয়ে অস্তিত্বের সংগ্রাম করার গল্প ফুঠে উঠবে সিনেমাটিতে।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
এমকেআর